20. আল্লাহ্ আমাদের পক্ষে উদ্ধারকারী আল্লাহ্;মৃত্যু থেকে উত্তরণ সার্বভৌম মাবুদেরই অধীনে।
21. আল্লাহ্ অবশ্য তাঁর দুশমনদের মাথাও কুপথগামীর কেশযুক্ত-কপাল চূর্ণ করবেন।
22. প্রভু বললেন, আমি বাশন থেকে পুনর্বার আনবো,সমুদ্রের গভীর তল থেকে [তাদেরকে] পুনর্বার আনবো,
23. যেন তোমার চরণ রক্তে ডুবাতে পার,যেন তোমার কুকুরদের জিহ্বা তোমার দুশমনদের থেকে অংশ পায়।
24. হে আল্লাহ্, লোকে তোমার গমন দেখেছে;পবিত্র স্থানে আমার আল্লাহ্র, আমার বাদশাহ্র, গমন দেখেছে।