জবুর শরীফ 68:18-23 কিতাবুল মোকাদ্দস (BACIB)

18. তুমি ঊর্ধ্বে উঠেছ, বন্দীদেরকে বন্দীদশায় নিয়ে গিয়েছ,মানুষের মধ্যে দান গ্রহণ করেছ;এমন কি, বিদ্রোহীদের মধ্যেও গ্রহণ করেছ,যেন মাবুদ আল্লাহ্‌ [সেখানে] বাস করেন।

19. মাবুদ ধন্য হোন, যিনি দিন দিন আমাদের ভার বহন করেন;আল্লাহ্‌ হলেন আমাদের উদ্ধার।[সেলা।]

20. আল্লাহ্‌ আমাদের পক্ষে উদ্ধারকারী আল্লাহ্‌;মৃত্যু থেকে উত্তরণ সার্বভৌম মাবুদেরই অধীনে।

21. আল্লাহ্‌ অবশ্য তাঁর দুশমনদের মাথাও কুপথগামীর কেশযুক্ত-কপাল চূর্ণ করবেন।

22. প্রভু বললেন, আমি বাশন থেকে পুনর্বার আনবো,সমুদ্রের গভীর তল থেকে [তাদেরকে] পুনর্বার আনবো,

23. যেন তোমার চরণ রক্তে ডুবাতে পার,যেন তোমার কুকুরদের জিহ্বা তোমার দুশমনদের থেকে অংশ পায়।

জবুর শরীফ 68