জবুর শরীফ 68:1-2 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. আল্লাহ্‌ উঠুন, তাঁর দুশমনেরা ছিন্নভিন্ন হোক,তাঁর বিদ্বেষীরা তাঁর সম্মুখ থেকে পালিয়ে যাক।

2. বাতাসে যেমন ধোঁয়া উড়ে যায়,তেমনি তুমি তাদেরকে উড়িয়ে নিয়ে যাও;যেমন আগুনের সম্মুখে মোম গলে যায়,তেমনি আল্লাহ্‌র সম্মুখে দুষ্টরা বিনষ্ট হোক।

জবুর শরীফ 68