জবুর শরীফ 66:14-17 কিতাবুল মোকাদ্দস (BACIB)

14. যা আমার ওষ্ঠাধর উচ্চারণ করেছে,যা সঙ্কটের সময়ে আমার মুখ বলেছে।

15. আমি তোমার উদ্দেশে মেদযুক্ত পোড়ানো-কোরবানী করবো,তার সঙ্গে ভেড়ারূপ ধূপ জ্বালাব;ছাগলগুলোর সঙ্গে ষাঁড়গুলোকেও কোরবানী করবো। [সেলা।]

16. হে আল্লাহ্‌-ভীত লোকেরা, তোমরা এসে শোন,;আমার প্রাণের জন্য তিনি যা করেছেন, তা বর্ণনা করি।

17. আমি নিজের মুখে তাঁকে ডাকলাম,তাঁর উচ্চপ্রশংসা আমার জিহ্বাগ্রে ছিল।

জবুর শরীফ 66