1. সমস্ত দুনিয়া! আল্লাহ্র উদ্দেশে আনন্দধ্বনি কর।
2. তাঁর নামের গৌরব ঘোষণা কর,তাঁর প্রশংসা গৌরবান্বিত কর।
3. আল্লাহ্কে বল, তোমার সমস্ত কাজ কি বিস্ময়কর!তোমার পরাক্রমের মহত্ত্বে তোমার দুশমনেরা,তোমার কর্তৃত্ব স্বীকার করবে।
4. সমস্ত দুনিয়া তোমার কাছে সেজ্দা করবে,ও তোমার উদ্দেশে কাওয়ালী করবে;তারা তোমার নাম ঘোষণা করবে।[সেলা।]
5. চল, আল্লাহ্র সমস্ত কাজ দেখ;মানুষের বিষয়ে তিনি স্বকর্মে ভয়াবহ।
6. তিনি সমুদ্রকে শুকনো ভূমিতে পরিণত করলেন;লোকেরা নদীর মধ্য দিয়ে পায়ে হেঁটে গমন করলো,তাঁতে সেই স্থানে আমরা আনন্দ করলাম।
7. তিনি নিজের পরাক্রমে অনন্তকাল কর্তৃত্ব করেন;তাঁর চোখ জাতিদেরকে নিরীক্ষণ করছে;বিদ্রোহীরা নিজেদের উঁচু না করুক।[সেলা।]
8. হে জাতিরা, আমাদের আল্লাহ্র শুকরিয়া কর,তাঁর প্রশংসা-ধ্বনি যেন শোনা যায়।