জবুর শরীফ 65:6-11 কিতাবুল মোকাদ্দস (BACIB)

6. তুমি নিজের শক্তিতে পর্বতমালার স্থাপনকর্তা;তুমি পরাক্রমে বদ্ধকটি।

7. তুমি সমুদ্রের গর্জন, তার তরঙ্গের গর্জন,ও জাতিদের কোলাহল শান্ত করে থাক।

8. আর দূরের নিবাসীরা তোমার সমস্ত চিহ্ন-কাজ দেখে ভয় পায়;তুমি প্রত্যুষের ও সন্ধ্যাবেলার উদয়স্থানকে আনন্দ-গীতিময় করে থাক।

9. তুমি দুনিয়ার তত্ত্বাবধান করছো,ওতে পানি সেচন করছো,তা অতিশয় উর্বর করছো;আল্লাহ্‌র নদী পানিতে পরিপূর্ণ;এভাবে ভূমি প্রস্তুত করে তুমি মানুষের জন্য শস্য প্রস্তুত করে থাক।

10. তুমি তার সমস্ত সীতা জলসিক্ত করে থাক,তার সমস্ত আল সমান করে থাক,তুমি বৃষ্টি দ্বারা তা কোমল করে থাক,তার অঙ্কুরকে দোয়া করে থাক।

11. তুমি তোমার উপচয় দিয়ে বছরকে মুকুট পরিয়ে থাক,তোমার ঘোড়ার গাড়ি পুষ্টিকর দ্রব্যে উপচে পড়ে।

জবুর শরীফ 65