7. আমার নাজাত ও আমার গৌরব আল্লাহ্র উপর ভরসা করে আছে;আমার বলের শৈল ও আমার আশ্রয় আল্লাহ্র উপরে বিদ্যমান।
8. হে সমস্ত লোক, সতত তাঁর উপর নির্ভর কর,তাঁরই সম্মুখে তোমাদের মনের কথা ভেঙ্গে বল;আল্লাহ্ই আমাদের আশ্রয়। [সেলা।]
9. সামান্য লোকেরা বাষ্পমাত্র,মান্যবান লোকেরা মিথ্যা;তাদেরকে ওজন করলে তারা উপরে উঠে;তাদের সর্বস্ব বাষ্পের চেয়ে লঘু।