জবুর শরীফ 60:7-10 কিতাবুল মোকাদ্দস (BACIB)

7. গিলিয়দ আমার, মানশাও আমার;আর আফরাহীম আমার শিরস্ত্রাণ;এহুদা আমার বিচারদণ্ড;

8. মোয়াব দেশ আমার পা ধোয়ার পাত্র;আমি ইদোমের উপরে আমার পায়ের জুতা নিক্ষেপ করবো;হে পলেষ্টিয়া, তুমি আমার জন্য উচ্চধ্বনি কর।

9. কে আমাকে ঐ দৃঢ় নগরে নিয়ে যাবে?কে ইদোম পর্যন্ত আমাকে পথ দেখাবে?

10. হে আল্লাহ্‌, তুমি কি আমাদেরকে ত্যাগ কর ফন?হে আল্লাহ্‌, তুমি আমাদের বাহিনীদের সঙ্গে গমন কর না।

জবুর শরীফ 60