3. আমার প্রাণও ভীষণ ভয় পেয়েছে;আর তুমি, হে মাবুদ, আর কত কাল?
4. হে মাবুদ ফিরে এসো, আমার প্রাণ রক্ষা কর,তোমার অটল মহব্বতের গুণে আমাকে উদ্ধার কর।
5. কেননা মৃত্যুতে তোমাকে স্মরণ করা যায় না,পাতালে কে তোমার প্রশংসা করবে?আমি কাতর আর্তনাদ করতে করতে শ্রান্ত হয়েছি;
6. প্রতি রাতে আমি বিছানা ভাসাই,আমি নেত্রজলে পালঙ্ক ভিজাই।