15. তারা খাদ্যের চেষ্টায় ঘুরে বেড়াবে,তৃপ্ত না হলে আর্তনাদ করবে।
16. কিন্তু আমি তোমার শক্তির ঘোষণা করবো,তোমার অটল মহব্বতের জন্য খুব ভোরে আনন্দধ্বনি করবো;কেননা তুমি হয়েছ আমার পক্ষে উচ্চদুর্গ,আমার সঙ্কটের দিনে সুদৃঢ় আশ্রয়।
17. হে আমার বল, আমি তোমার উদ্দেশে গজল গাইব,তোমার জন্য গাইব হে আমার আল্লাহ্, তুমি আমার উচ্চদুর্গ,তিনি আমার আল্লাহ্ যিনি আমার প্রতি অটল মহব্বত প্রকাশ করেন।