1. হে আমার আল্লাহ্, আমার দুশমনদের হাত থেকে আমাকে উদ্ধার কর,আমার দুশমনদের থেকে আমাকে রক্ষা কর।
2. অধর্মচারীদের থেকে আমাকে উদ্ধার কর,রক্তপাতী মানুষের থেকে আমাকে নিস্তার কর।
3. কারণ দেখ, তারা আমার প্রাণের জন্য লুকিয়ে আছেবলবানেরা আমার বিরুদ্ধে একত্র হচ্ছে,হে মাবুদ, আমার অধর্মের জন্য নয়,আমার গুনাহ্র জন্য নয়।
4. আমার বিনা অপরাধে তারা দৌড়ে এসে প্রস্তুত হচ্ছে;তুমি আমাকে দেখা দেবার জন্য জাগ্রত হও, দৃষ্টিপাত কর।