জবুর শরীফ 58:8-11 কিতাবুল মোকাদ্দস (BACIB)

8. দ্রবীভূত শামুকের মত তারা গলে যাক,তারা গর্ভস্থ মৃত ভ্রূণের মত হোক, যা সূর্যের মুখ দেখে নি,

9. তোমাদের পাত্র কাঁটার উত্তাপ টের না পেতে,তিনি কাঁচা ও জ্বলন্ত সকলই ঝড়ে উড়িয়ে দেবেন।

10. ধার্মিক লোক প্রতিফল দেখে আনন্দিত হবে,সে দুর্জনের রক্ত দিয়ে তার পা ধোবে;

11. তাতে মানুষেরা বলবে, ধার্মিক সত্যিই ফল পায়,সত্যিই দুনিয়াতে বিচারসাধক আল্লাহ্‌ আছেন।  

জবুর শরীফ 58