7. আমার অন্তর সুস্থির, হে আল্লাহ্, আমার অন্তর সুস্থির;আমি কাওয়ালী গাইব, আমি প্রশংসা-গজল করবো।
8. হে আমার গৌরব, জাগ্রত হও;নেবল ও বীণে, জাগ্রত হও;আমি ঊষাকে জাগাব।
9. হে মালিক, আমি জাতিদের মধ্যে তোমার প্রশংসা করবো,আমি লোকবৃন্দের মধ্যে তোমার প্রশংসা-গান গাইব।
10. কেননা তোমার অটল মহব্বত আকাশমণ্ডল পর্যন্ত মহৎ,তোমার বিশ্বস্ততা মেঘ পর্যন্ত ব্যাপ্ত।
11. হে আল্লাহ্, বেহেশতের উপরে উন্নত হও,সারা দুনিয়াতে তোমার গৌরব হোক।