4. আমার প্রাণ সিংহদের মধ্যবর্তী;আগুনের শিখার মত লোকদের মধ্যে আমি শয়ন করি,সেই মানুষগুলোর দাঁতগুলো যেন বর্শা ও তীর,তাদের জিহ্বা ধারালো তলোয়ার।
5. হে আল্লাহ্, বেহেশতের উপরে উন্নত হও,সমস্ত ভূমণ্ডলে তোমার গৌরব হোক।
6. তারা আমার চরণের জন্য জাল পেতেছে,আমার প্রাণ অবনত হয়েছে;তারা আমার সম্মুখে খাত খনন করেছে,তার মধ্যেই তারা পতিত হল। [সেলা।]
7. আমার অন্তর সুস্থির, হে আল্লাহ্, আমার অন্তর সুস্থির;আমি কাওয়ালী গাইব, আমি প্রশংসা-গজল করবো।
8. হে আমার গৌরব, জাগ্রত হও;নেবল ও বীণে, জাগ্রত হও;আমি ঊষাকে জাগাব।