1. আমার প্রতি কৃপা কর,হে আল্লাহ্, আমার প্রতি কৃপা কর,কেননা আমার প্রাণ তোমাতে আশ্রয় গ্রহণ করে;তোমার পাখার ছায়ায় আমি আশ্রয় নেব,যে পর্যন্ত এসব দুর্দশা অতীত না হয়।
2. আমি সর্বশক্তিমানকে ডাকব,আমার জন্য কার্যসাধক আল্লাহ্কেই ডাকব।
3. তিনি বেহেশত থেকে ফেরেশতা প্রেরণ করে আমাকে নিস্তার করবেন,আমার গ্রাসকারীদের তিনি তিরস্কার করবেন; [সেলা।]আল্লাহ্ তাঁর অটল মহব্বত ও বিশ্বস্ততা প্রেরণ করবেন।
4. আমার প্রাণ সিংহদের মধ্যবর্তী;আগুনের শিখার মত লোকদের মধ্যে আমি শয়ন করি,সেই মানুষগুলোর দাঁতগুলো যেন বর্শা ও তীর,তাদের জিহ্বা ধারালো তলোয়ার।
5. হে আল্লাহ্, বেহেশতের উপরে উন্নত হও,সমস্ত ভূমণ্ডলে তোমার গৌরব হোক।
6. তারা আমার চরণের জন্য জাল পেতেছে,আমার প্রাণ অবনত হয়েছে;তারা আমার সম্মুখে খাত খনন করেছে,তার মধ্যেই তারা পতিত হল। [সেলা।]