জবুর শরীফ 56:9-11 কিতাবুল মোকাদ্দস (BACIB)

9. সেদিন আমার দুশমনেরা ফিরে যাবে,যেদিন আমি তোমাকে ডাকি,আমি এটা জানি যে, আল্লাহ্‌ আমার সপক্ষ।

10. আল্লাহ্‌তে আমি [তাঁর] কালামের প্রশংসা করবো;মাবুদে [তাঁর] কালামের স্তুতি করবো।

11. আমি আল্লাহ্‌র উপরে নির্ভর করেছি, ভয় করবো না;মানুষ আমার কি করতে পারে?

জবুর শরীফ 56