জবুর শরীফ 56:1-8 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. হে আল্লাহ্‌, আমার প্রতি রহম কর,কেননা মানুষ আমাকে গ্রাস করতে চায়;সে সমস্ত দিন যুদ্ধ করে আমার প্রতি জুলুম করে।

2. আমার গুপ্ত দুশমনেরা সমস্ত দিন আমাকে গ্রাস করতে চায়;কেননা অনেকে সদর্পে আমার বিরুদ্ধে যুদ্ধ করছে।

3. যখন আমি ভয় পাই,তখন আমি তোমাতে নির্ভর করবো।

4. আল্লাহ্‌তে, আমি তাঁর কালামের প্রশংসা করবো;আমি আল্লাহ্‌তে নির্ভর করেছি, ভয় করবো না;মানুষ আমার কি করতে পারে?

5. তারা সমস্ত দিন আমার কথার ভিন্ন অর্থ করে;তাদের সমস্ত সঙ্কল্প অনিষ্টের জন্য আমার বিরুদ্ধ।

6. তারা একত্র হয়, ঘাঁটি বসায়, আমার পদচিহ্ন লক্ষ্য করে,এভাবে তারা আমার প্রাণ নিপাতের অপেক্ষা করছে।

7. অধর্মের দ্বারা তারা কি বাঁচবে?হে আল্লাহ্‌, ক্রোধে জাতিদেরকে নিপাত কর।

8. তুমি আমার অস্থিরতা গণনা করছো;আমার নেত্রজল তোমার বোতলে রাখ;তা কি তোমার কিতাবে লেখা নেই?

জবুর শরীফ 56