জবুর শরীফ 55:7-11 কিতাবুল মোকাদ্দস (BACIB)

7. দেখ, আমি ভ্রমণ করে দূরে যেতাম,মরুভূমিতে প্রবাস করতাম;[সেলা।]

8. আমি তাড়াতাড়ি রক্ষা পাবার জন্য পালিয়ে যেতাম,প্রচণ্ড বায়ু ও ঝটিকা থেকে পালিয়ে যেতাম।

9. দুষ্টদের হতবুদ্ধি কর, হে প্রভু, ওদের পরিকল্পনা ধ্বংস কর;কেননা আমি নগরে দৌরাত্ম্য ও কলহ দেখেছি।

10. তারা দিনরাত প্রাচীরের উপর দিয়ে নগর প্রদক্ষিণ করে,আর তার মধ্যে অধর্ম ও অন্যায় রয়েছে।

11. তার মধ্যে রয়েছে ধ্বংসের কাজ;জুলুম ও ছলনা তার নগর-চক ত্যাগ করে না।

জবুর শরীফ 55