জবুর শরীফ 55:21-23 কিতাবুল মোকাদ্দস (BACIB)

21. তার মুখ মাখনের মত কোমল,কিন্তু তার অন্তঃকরণ যুদ্ধময়;তার সমস্ত কথা তেলের চেয়েও মোলায়েম,তবুও সেই সমস্ত খাপ থেকে বের করা তলোয়ারস্বরূপ।

22. তুমি মাবুদের উপর নিজের ভার অর্পণ কর;তিনিই তোমাকে ধরে রাখবেন,কখনও ধার্মিককে বিচলিত হতে দেবেন না।

23. কিন্তু হে আল্লাহ্‌, তুমিই ওদেরকে বিনাশের কূপে নামাবে;রক্তপাতী ও ছলপ্রিয়েরা আয়ুর অর্ধকালও বাঁচবে না;কিন্তু আমি তোমার উপরে নির্ভর করবো।

জবুর শরীফ 55