1. হে আল্লাহ্, আমার মুনাজাতে কান দাও,আমার ফরিয়াদ থেকে তুমি নিজেকে লুকিয়ে রেখো না।
2. আমার প্রতি মনযোগ দাও, আমাকে উত্তর দাও;আমি ভাবনায় অস্থির হচ্ছি, কাতর আর্তনাদ করছি,
3. দুশমনের হুঙ্কার হেতু, দুর্জনের জুলুম হেতু;কেননা তারা আমাতে অধর্ম আরোপ করে,ক্রোধে আমাকে তাড়না করে।
4. আমার মধ্যে আমার হৃদয় বড়ই ব্যথিত হচ্ছে;মৃত্যুর ত্রাস আমাকে আক্রমণ করেছে।
5. ভয় ও কম্প আমাতে প্রবেশ করেছে,আমি মহাত্রাসে আচ্ছন্ন হয়েছি।
6. আমি বললাম, আহা! যদি কবুতরের মত আমার পাখা থাকত,তবে আমি উড়ে গিয়ে সুস্থির হতাম;
7. দেখ, আমি ভ্রমণ করে দূরে যেতাম,মরুভূমিতে প্রবাস করতাম;[সেলা।]
8. আমি তাড়াতাড়ি রক্ষা পাবার জন্য পালিয়ে যেতাম,প্রচণ্ড বায়ু ও ঝটিকা থেকে পালিয়ে যেতাম।
9. দুষ্টদের হতবুদ্ধি কর, হে প্রভু, ওদের পরিকল্পনা ধ্বংস কর;কেননা আমি নগরে দৌরাত্ম্য ও কলহ দেখেছি।
10. তারা দিনরাত প্রাচীরের উপর দিয়ে নগর প্রদক্ষিণ করে,আর তার মধ্যে অধর্ম ও অন্যায় রয়েছে।
11. তার মধ্যে রয়েছে ধ্বংসের কাজ;জুলুম ও ছলনা তার নগর-চক ত্যাগ করে না।
12. কোন দুশমন যে আমাকে তিরস্কার করেছে, তা নয়,করলে আমি তা সইতে পারতাম;বিদ্বেষীও আমার বিরুদ্ধে অহংকার করে নি,করলে তা থেকে নিজেকে লুকাতাম।