জবুর শরীফ 54:1-4 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. আল্লাহ্‌, তোমার নামে আমাকে নিস্তার কর,তোমার পরাক্রমে আমার বিচার নিষ্পন্ন কর।

2. হে আল্লাহ্‌, আমার মুনাজাত শোন,আমার মুখের কথায় কান দাও।

3. কেননা অপরিচিত লোকেরা আমার বিপক্ষে উঠেছে,দুর্দান্ত লোকেরা আমার প্রাণের খোঁজ করেছে;তারা আল্লাহ্‌কে সম্মুখে রাখে নি।[সেলা।]

4. দেখ, আল্লাহ্‌ আমার সাহায্যকারী;প্রভু আমার প্রাণরক্ষকদের মধ্যবর্তী।

জবুর শরীফ 54