জবুর শরীফ 52:6-9 কিতাবুল মোকাদ্দস (BACIB)

6. ধার্মিকেরা তা দেখে ভয় পাবে,আর তার বিষয়ে উপহাস করে বলবে,

7. ‘দেখ, ঐ ব্যক্তি আল্লাহ্‌কে তার আশ্রয়স্থল জ্ঞান করতো না,সে নিজের প্রচুর ধনের উপর নির্ভর করতো;সে দুষ্টতায় নিজেকে বলবান করতো।’

8. কিন্তু আমি আল্লাহ্‌র গৃহে সবুজ জলপাই গাছের মত;আমি অনন্তকালের তরে আল্লাহ্‌র অটল মহব্বতে বিশ্বাস করি।

9. চিরকাল আমি তোমার প্রশংসা করবো, কেননা তুমি কাজ সাধন করেছ;আমি তোমার বিশ্বস্ত লোকের সম্মুখে তোমার নাম তবলিগ করবো,কেননা তা উত্তম।

জবুর শরীফ 52