1. হে শক্তিশালী লোক, তুমি কেন অনিষ্ট কাজের গর্ব করছো?আল্লাহ্র রহম নিত্যস্থায়ী।
2. তোমার জিহ্বা ধ্বংসের কল্পনা করছে;হে ছলসাধক, তা শাণিত ক্ষুরের মত।
3. তুমি সৎকর্মের চেয়ে দুষ্কর্ম,এবং ধর্মের কথার চেয়ে মিথ্যা বেশি কথা ভালবাস। [সেলা।]
4. হে ছলনার জিহ্বা, তুমি সমস্ত বিনাশক কথা ভালবাস।
5. আল্লাহ্ও তোমাকে চিরতরে বিনষ্ট করবেন,তোমাকে ধরে তাঁবু থেকে টেনে বের করবেন,জীবিতদের দেশ থেকে তোমাকে উৎপাটন করবেন। [সেলা।]
6. ধার্মিকেরা তা দেখে ভয় পাবে,আর তার বিষয়ে উপহাস করে বলবে,
7. ‘দেখ, ঐ ব্যক্তি আল্লাহ্কে তার আশ্রয়স্থল জ্ঞান করতো না,সে নিজের প্রচুর ধনের উপর নির্ভর করতো;সে দুষ্টতায় নিজেকে বলবান করতো।’
8. কিন্তু আমি আল্লাহ্র গৃহে সবুজ জলপাই গাছের মত;আমি অনন্তকালের তরে আল্লাহ্র অটল মহব্বতে বিশ্বাস করি।