জবুর শরীফ 51:9-14 কিতাবুল মোকাদ্দস (BACIB)

9. আমার গুনাহ্‌গুলোর প্রতি মুখ আচ্ছাদন কর,আমার সকল অপরাধ মার্জনা কর।

10. হে আল্লাহ্‌, আমাতে বিশুদ্ধ অন্তঃকরণ সৃৃষ্টি কর,আমার অন্তরে সুস্থির রূহ্‌কে নতুন করে দাও।

11. তোমার সম্মুখ থেকে আমাকে দূর করো না,তোমার পাক-রূহ্‌কে আমা থেকে হরণ করো না।

12. তোমার উদ্ধারের আনন্দ আমাকে পুনরায় দাও,ইচ্ছুক রূহ্‌ দ্বারা আমাকে ধরে রাখ।

13. আমি অধর্মাচারীদেরকে তোমার পথ শিক্ষা দেব,গুনাহ্‌গারেরা তোমার দিকে ফিরে আসবে।

14. হে আল্লাহ্‌, হে আমার উদ্ধারের আল্লাহ্‌,রক্তপাতের দোষ থেকে আমাকে উদ্ধার কর,আমার জিহ্বা তোমার ধর্মশীলতার বিষয় গান করবে।

জবুর শরীফ 51