জবুর শরীফ 51:1-4 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. হে আল্লাহ্‌, তোমার অটল মহব্বত অনুসারে আমার প্রতি করুণা কর;তোমার প্রচুর করুণা অনুসারে আমার সমস্ত অধর্ম মার্জনা কর।

2. আমার অপরাধ থেকে আমাকে নিঃশেষে ধুয়ে ফেল,আমার গুনাহ্‌ থেকে আমাকে পাক-পবিত্র কর।

3. কেননা আমি নিজে আমার সমস্ত অধর্ম জানি;আমার গুনাহ্‌ সতত আমার সম্মুখে আছে।

4. তোমার বিরুদ্ধে, কেবল তোমারই বিরুদ্ধে আমি গুনাহ্‌ করেছি,তোমার দৃষ্টিতে যা কুৎসিত, তা-ই করেছি;অতএব তুমি তোমার কালামে ধর্মময়,আপনার বিচারে নির্দোষ রয়েছ।

জবুর শরীফ 51