7. হে আমার লোকেরা, শোন, আমি বলি;হে ইসরাইল, শোন, আমি তোমার বিপক্ষে সাক্ষ্য দিই।আমিই আল্লাহ্, তোমার আল্লাহ্।
8. আমি তোমার কোরবানী বিষয়ে তোমাকে ভর্ৎসনা করবো না,তোমার সমস্ত পোড়ানো-কোরবানী সতত আমার সম্মুখে।
9. আমি তোমার বাড়ি থেকে ষাঁড়,তোমার খোঁয়াড় থেকে ছাগল নেব না।
10. কেননা বনের সমস্ত জন্তু আমার,হাজার হাজার পাহাড়ী পশু আমার।
11. আমি পর্বতমালার সমস্ত পাখিকে জানি,মাঠের সমস্ত প্রাণী আমার সম্মুখবর্তী।
12. আমি ক্ষুধিত হলে তোমাকে বলবো না;কেননা দুনিয়া ও তার সমস্তই আমার।
13. আমি কি ষাঁড়ের মাংস ভোজন করবো?আমি কি ছাগলের রক্ত পান করবো?
14. তুমি আল্লাহ্র উদ্দেশে শুকরিয়া উৎসর্গ কর,সর্বশক্তিমানের কাছে তোমার নিজের মানত পূর্ণ কর;