17. তুমি তো শাসন ঘৃণা করে থাক,আমার কালাম তোমার পিছনেই রেখে থাক।
18. চোরকে দেখলে তুমি তার সঙ্গে বন্ধুত্ব করতে,তুমি ব্যভিচারীদের সহভাগী হতে।
19. তুমি মন্দ বিষয়ে মুখ বাড়িয়ে থাক,তোমার জিহ্বা ছল রচনা করে।
20. তুমি বসে নিজের ভাইয়ের বিরুদ্ধে কথা বল,তুমি তোমার সহোদরের নিন্দা করে থাক।
21. তুমি এসব করেছ, আমি নীরব হয়ে রয়েছি;তুমি মনে করেছ, আমি তোমারই মত এক জন;আমি তোমাকে ভর্ৎসনা করবো,ও তোমার সাক্ষাতে সমস্ত কিছু বিন্যাস করবো।
22. তোমরা যারা আল্লাহ্কে ভুলে যাচ্ছ, এই বিবেচনা কর,পাছে আমি তোমাদের বিদীর্ণ করি,আর উদ্ধার করার কেউ না থাকে।
23. যে ব্যক্তি উৎসর্গ হিসেবে আমার কাছে শুকরিয়া নিয়ে আসে,সেই আমার গৌরব করে;যে ব্যক্তি নিজের পথ সরল করে, তাকে আমি আল্লাহ্র উদ্ধার দেখাব।