4. কেননা তুমি দুষ্টতাপ্রিয় আল্লাহ্ নও,মন্দ তোমার মেহমান হতে পারে না।
5. গর্বিত লোকেরা তোমার সাক্ষাতে দাঁড়াবে না,তুমি সমস্ত দুর্বৃত্তদের ঘৃণা করে থাক।
6. তুমি মিথ্যাবাদীদের বিনষ্ট করবে,মাবুদ রক্তপাতী ও ছলনাপ্রিয়কে ঘৃণা করেন।
7. কিন্তু আমি তোমার প্রচুর অটল মহব্বতের দরুনতোমার গৃহে প্রবেশ করবো,তোমার পবিত্র বায়তুল-মোকাদ্দসের অভিমুখেভয়ে তোমাকে সেজ্দা করবো।
8. হে মাবুদ, আমার গুপ্ত দুশমনদের হেতুতুমি তোমার ধর্মশীলতায় আমাকে চালাও,আমার সম্মুখে তোমার পথ সরল কর।
9. কেননা ওদের মুখে স্থিরতা কিছুই নেই;তাদের অন্তর দুষ্টতায় পূর্ণ,তাদের কণ্ঠ অনাবৃত কবরস্বরূপ,তারা তাদের জিহ্বা দ্বারা প্রতারণা করে।
10. হে আল্লাহ্ তাদেরকে দোষী কর,তারা নিজেদের মন্ত্রণায় পতিত হোক,তুমি তাদের প্রচুর অধর্মের জন্য তাদেরকে তাড়িয়ে দাও,কেননা তারা তোমার বিদ্রোহী হয়েছে।
11. কিন্তু যারা তোমার মধ্যে আশ্রয় নেয় তারা সকলে আহ্লাদিত হোক,তারা চিরকাল আনন্দ গান করুক,কেননা তুমি তাদেরকে রক্ষা করছো;যারা তোমার নাম ভালবাসে, তারা তোমাতে উল্লাস করুক।
12. কেননা তুমি ধার্মিককে দোয়া করবে,হে মাবুদ, তুমি ঢালের মত তাকে প্রসন্নতায় বেষ্টন করবে।