জবুর শরীফ 5:1-9 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. হে মাবুদ, আমার কথায় কান দাও,আমার কাতরোক্তিতে মনোযোগ কর।

2. হে আমার বাদশাহ্‌, হে আমার আল্লাহ্‌,আমার আর্তনাদের স্বর শোন,কেননা আমি তোমারই কাছে মুনাজাত করছি।

3. হে মাবুদ খুব ভোরে তুমি আমার আবেদন শুনবে;প্রভাতে আমি তোমার উদ্দেশে মুনাজাত সাজিয়ে অপেক্ষায় থাকব।

4. কেননা তুমি দুষ্টতাপ্রিয় আল্লাহ্‌ নও,মন্দ তোমার মেহমান হতে পারে না।

5. গর্বিত লোকেরা তোমার সাক্ষাতে দাঁড়াবে না,তুমি সমস্ত দুর্বৃত্তদের ঘৃণা করে থাক।

6. তুমি মিথ্যাবাদীদের বিনষ্ট করবে,মাবুদ রক্তপাতী ও ছলনাপ্রিয়কে ঘৃণা করেন।

7. কিন্তু আমি তোমার প্রচুর অটল মহব্বতের দরুনতোমার গৃহে প্রবেশ করবো,তোমার পবিত্র বায়তুল-মোকাদ্দসের অভিমুখেভয়ে তোমাকে সেজ্‌দা করবো।

8. হে মাবুদ, আমার গুপ্ত দুশমনদের হেতুতুমি তোমার ধর্মশীলতায় আমাকে চালাও,আমার সম্মুখে তোমার পথ সরল কর।

9. কেননা ওদের মুখে স্থিরতা কিছুই নেই;তাদের অন্তর দুষ্টতায় পূর্ণ,তাদের কণ্ঠ অনাবৃত কবরস্বরূপ,তারা তাদের জিহ্বা দ্বারা প্রতারণা করে।

জবুর শরীফ 5