জবুর শরীফ 5:1-3 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. হে মাবুদ, আমার কথায় কান দাও,আমার কাতরোক্তিতে মনোযোগ কর।

2. হে আমার বাদশাহ্‌, হে আমার আল্লাহ্‌,আমার আর্তনাদের স্বর শোন,কেননা আমি তোমারই কাছে মুনাজাত করছি।

3. হে মাবুদ খুব ভোরে তুমি আমার আবেদন শুনবে;প্রভাতে আমি তোমার উদ্দেশে মুনাজাত সাজিয়ে অপেক্ষায় থাকব।

জবুর শরীফ 5