জবুর শরীফ 49:6-11 কিতাবুল মোকাদ্দস (BACIB)

6. যারা নিজেদের ধনে নির্ভর করে,নিজেদের বিপুল সম্পত্তির জন্য গর্ব করে,

7. তাদের মধ্যে কেউই কোন মতে ভাইকে মুক্ত করতে পারে না,কিংবা তার কাফ্‌ফারার জন্য আল্লাহ্‌কে কিছু দিতে পারে না,

8. কেননা তাদের প্রাণের মুক্তি অসম্ভব এবং চিরকালেও অসাধ্য;

9. যেন সে চিরজীবী হয়, আর কবর দেখতে না হয়।

10. কারণ সে দেখে যে, জ্ঞানবানেরা মরে,হীনবুদ্ধি ও অসাড় অন্তরের লোক নির্বিশেষে বিনষ্ট হয়,তারা অন্যদের জন্য নিজেদের ধন রেখে যায়।

11. তাদের আন্তরিক ভাব এরকম, তাদের বাড়ি চিরস্থায়ী,তাদের বাসস্থান পুরুষানুক্রমে থাকবে,তারা স্ব স্ব নাম অনুসারে ভূমির নাম রাখে।

জবুর শরীফ 49