1. হে সমস্ত জাতি, তোমরা এই কথা শোন,;জগৎবাসীরা সকলে, কান দাও।
2. সামান্য লোক বা সম্মানিত লোকের সন্তান;ধনী কি দরিদ্র, নির্বিশেষে শোন।
3. আমার মুখ প্রজ্ঞার কথা বলবে,আমার অন্তরের আলোচনা বুদ্ধির ফল হবে।
4. আমি দৃষ্টান্ত কথায় কান দেব,বীণাযন্ত্রে আমার গূঢ় কথার ব্যাখ্যা করবো।
5. সেই বিপদের কালে আমি কেন ভয় করবো,যখন তাদের অপরাধ আমাকে বেষ্টন করে,যারা আমাকে বঞ্চনা করে,