জবুর শরীফ 48:4-8 কিতাবুল মোকাদ্দস (BACIB)

4. কেননা দেখ, বাদশাহ্‌রা সভাস্থ হয়েছিলেন;তাঁরা একসঙ্গে চলে গেলেন;

5. তাঁরা দেখলেন, অমনি স্তম্ভিত হলেন,ভীষণ ভয় পেলেন, শীঘ্র পালিয়ে গেলেন।

6. ঐ স্থানে তাঁরা ভয়ে কেঁপে উঠলেন,প্রসবকারিণীর মত মহাযন্ত্রণায় কাতর হলেন।

7. তুমি পূর্বীয় বায়ু দ্বারা তর্শীশের জাহাজগুলো ভগ্ন করে থাক।

8. আমরা যা শুনেছিলাম, তা দেখেছি বাহিনীগণের মাবুদের নগরে,আমাদের আল্লাহ্‌র নগরে;আল্লাহ্‌ তা চিরকালের জন্য সুস্থির করবেন। [সেলা।]

জবুর শরীফ 48