2. রমণীয় উচ্চভূমি, সমস্ত দুনিয়ার আনন্দস্থল,উত্তর প্রান্তস্থিত সিয়োন পর্বত, মহান বাদশাহ্র পুরী।
3. আল্লাহ্, তার অট্টালিকাগুলোর মধ্যে,উচ্চদুর্গ বলে নিজের পরিচয় দিয়েছেন।
4. কেননা দেখ, বাদশাহ্রা সভাস্থ হয়েছিলেন;তাঁরা একসঙ্গে চলে গেলেন;
5. তাঁরা দেখলেন, অমনি স্তম্ভিত হলেন,ভীষণ ভয় পেলেন, শীঘ্র পালিয়ে গেলেন।
6. ঐ স্থানে তাঁরা ভয়ে কেঁপে উঠলেন,প্রসবকারিণীর মত মহাযন্ত্রণায় কাতর হলেন।
7. তুমি পূর্বীয় বায়ু দ্বারা তর্শীশের জাহাজগুলো ভগ্ন করে থাক।
8. আমরা যা শুনেছিলাম, তা দেখেছি বাহিনীগণের মাবুদের নগরে,আমাদের আল্লাহ্র নগরে;আল্লাহ্ তা চিরকালের জন্য সুস্থির করবেন। [সেলা।]
9. আমরা তোমার অটল মহব্বত ধ্যান করেছি,হে আল্লাহ্, তোমার বায়তুল মোকাদ্দসের অভ্যন্তরে।
10. যেমন তোমার নাম, হে আল্লাহ্,তেমনি তোমার প্রশংসা দুনিয়ার প্রান্ত পর্যন্ত উচ্চারিত হয়;তোমার ডান হাত ধর্মশীলতায় পরিপূর্ণ।
11. সিয়োন পর্বত আনন্দ করুক,এহুদার কন্যারা উল্লসিত হোক,তোমার ন্যায়বিচারের জন্য।
12. তোমরা সিয়োনকে প্রদক্ষিণ কর, তার চারদিকে ভ্রমণ কর,তার সমস্ত উচ্চগৃহ গণনা কর,
13. তার দৃঢ় প্রাচীরে মনোযোগ দাও,তার অট্টালিকাগুলোর মধ্যে দৃষ্টিপাত কর,যেন ভাবী বংশের কাছে তার বর্ণনা করতে পার।
14. কেননা এই আল্লাহ্ অনন্তকালের জন্য আমাদের আল্লাহ্;তিনি চিরকাল আমাদের পথ প্রদর্শক হবেন।