জবুর শরীফ 48:1-3 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. মাবুদ মহান ও অতীব প্রশংসনীয়,আমাদের আল্লাহ্‌র নগরে, তাঁর পবিত্র পর্বতে।

2. রমণীয় উচ্চভূমি, সমস্ত দুনিয়ার আনন্দস্থল,উত্তর প্রান্তস্থিত সিয়োন পর্বত, মহান বাদশাহ্‌র পুরী।

3. আল্লাহ্‌, তার অট্টালিকাগুলোর মধ্যে,উচ্চদুর্গ বলে নিজের পরিচয় দিয়েছেন।

জবুর শরীফ 48