1. হে সমুদয় জাতি, করতালি দাও;আনন্দরবে আল্লাহ্র উদ্দেশে জয়ধ্বনি কর।
2. কেননা সর্বশক্তিমান মাবুদ ভয়াবহ,তিনি সমস্ত দুনিয়ার উপরে মহান বাদশাহ্।
3. তিনি লোকবৃন্দকে আমাদের অধীন করেন,জাতিদেরকে আমাদের পায়ের তলায় রাখেন।
4. তিনি আমাদের জন্য আমাদের অধিকার মনোনীত করেন;তা ইয়াকুবের গর্বের বিষয়, যাকে তিনি মহব্বত করলেন। [সেলা।]
5. আল্লাহ্ জয়ধ্বনির উচ্চরব সহকারে,মাবুদ তূরীধ্বনির উচ্চরব সহকারে, উপরে উঠে গেলেন।