তুমি ধার্মিকতাকে মহব্বত করে আসছ,নাফরমানীকে ঘৃণা করে আসছ;এই কারণ আল্লাহ্, তোমার আল্লাহ্,তোমাকে অভিষিক্ত করেছেন,তোমার সখাদের চেয়ে বেশি পরিমাণে আনন্দ তেলে।