12. টায়ার-কন্যা উপঢৌকন নিয়ে আসবেন,ধনী লোকেরা তোমার কাছে ফরিয়াদ করবেন।
13. শাহ্জাদী অন্তঃপুরে সর্বতোভাবে সুশোভিতা;তাঁর পোশাক সোনার সুতায় বোনা রয়েছে।
14. তাঁকে সূচীশিল্পীত কোর্তা পরিয়ে বাদশাহ্র কাছে নিয়ে যাওয়া হবে,তাঁর পিছনে থাকা সহচরী কুমারীদেরকে তোমার কাছে নেওয়া যাবে।
15. তারা আনন্দে ও উল্লাসে আনীতা হবে,তারা রাজপ্রাসাদে প্রবেশ করবে।
16. তোমার পিতৃগণের পরিবর্তে তোমার পুত্রেরা থাকবে;তুমি তাদের সারা দুনিয়াতে শাসনকর্তা করবে।
17. আমি তোমার নাম সমস্ত বংশ পরম্পরায় স্মরণ করাব,এজন্য জাতিরা যুগে যুগে চিরকাল তোমার প্রশংসা করবে।