1. আমার হৃদয়ে শুভকথা উথলে উঠছে;আমি বাদশাহ্র বিষয়ে আমার রচনা বিবৃত করবো;আমার জিহ্বা দক্ষ লেখকের লেখনীস্বরূপ।
2. তুমি মানুষের চেয়ে পরম সুন্দর;তোমার ওষ্ঠাধর থেকে রহমত ঝরে পড়ে;এজন্য আল্লাহ্ চিরকালের জন্য তোমাকে দোয়া করেছেন।
3. হে বীর, তোমার তলোয়ার কোমরে বাঁধ,তোমার গৌরব ও মহিমা গ্রহণ কর।
4. আর স্বীয় প্রতাপে কৃতকার্য হও, বাহনে চড়ে যাও,সত্যের ও ধার্মিকতাযুক্ত নম্রতার পক্ষে,তাতে তোমার ডান হাত তোমাকে ভয়াবহ কাজ শেখাবে।
5. তোমার সমস্ত তীর ধারালো,জাতিরা তোমার পদতলে পতিত হয়,বাদশাহ্র দুশমনদের অন্তর বিদ্ধ হয়।