1. আমার হৃদয়ে শুভকথা উথলে উঠছে;আমি বাদশাহ্র বিষয়ে আমার রচনা বিবৃত করবো;আমার জিহ্বা দক্ষ লেখকের লেখনীস্বরূপ।
2. তুমি মানুষের চেয়ে পরম সুন্দর;তোমার ওষ্ঠাধর থেকে রহমত ঝরে পড়ে;এজন্য আল্লাহ্ চিরকালের জন্য তোমাকে দোয়া করেছেন।
3. হে বীর, তোমার তলোয়ার কোমরে বাঁধ,তোমার গৌরব ও মহিমা গ্রহণ কর।