10. আমার বিপক্ষেরা আমাকে তিরস্কার করে, যেন অস্থি পর্যন্ত চূর্ণ করে,তারা সমস্ত দিন আমাকে বলে, তোমার আল্লাহ্ কোথায়?
11. হে আমার প্রাণ, কেন অবসন্ন হও?আমার অন্তরে কেন ক্ষুব্ধ হও?আল্লাহ্র অপেক্ষা কর;কেননা আমি আবার তাঁর প্রশংসা-গজল করবো;তিনি আমার নাজাতদাতা ও আমার আল্লাহ্।