1. হরিণী যেমন পানির স্রোতের আকাঙ্খা করে,তেমনি, হে আল্লাহ্, আমার প্রাণ তোমার আকাঙ্খা করছে।
2. আল্লাহ্র জন্য, জীবন্ত আল্লাহ্রই জন্য আমার প্রাণ তৃষ্ণার্ত।আমি কখন এসে আল্লাহ্র সাক্ষাতে উপস্থিত হব?
3. আমার চোখের পানি দিনরাত আমার খাবার হল,কেননা লোকে সমস্ত দিন আমাকে বলে, ‘তোমার আল্লাহ্ কোথায়?’
4. যখন আমি তা স্মরণ করি তখন আমার অন্তর বিদীর্ণ হয়,কেননা আমি লোকারণ্যের সঙ্গে যাত্রা করতাম,তাদেরকে আল্লাহ্র গৃহে নিয়ে যেতাম,আনন্দ ও শুকরিয়া কাওয়ালীর ধ্বনির সঙ্গে বহু লোক ঈদ পালন করতো।
5. হে আমার প্রাণ, কেন অবসন্ন হও?আমার অন্তরে কেন ক্ষুব্ধ হও?আল্লাহ্র উপরে প্রত্যাশা রাখ;কেননা আমি আবার তাঁর প্রশংসা-গজল গাইব;তিনি আমার নাজাতদাতা ও আমার আল্লাহ্।
6. আমার প্রাণ আমার অন্তরে অবসন্ন হচ্ছে;সেজন্য আমি তোমাকে স্মরণ করছি,জর্ডানের দেশ হতে, আর হর্মোণ পাহাড়শ্রেণী, মিৎসিয়র পর্বত হতে।