8. তারা চিন্তা করে যে, কোন প্রকার মারাত্মক বিষয় আমাতে লেগেছে,আমি পড়ে আছি, আর উঠতে পারব না।’
9. আমার যে বন্ধু আমার বিশ্বাসের পাত্র ছিল, সে আমার রুটি খেত,সে আমার বিরুদ্ধে পাদমূল উঠিয়েছে।
10. হে মাবুদ, তুমি আমার প্রতি রহম কর,আমাকে উঠাও, যেন আমি ওদের প্রতিফল দিই।
11. আমি এতেই জানি যে তুমি আমাতে প্রীত,কেননা আমার দুশমন আমার জন্য আর জয়ধ্বনি করে না,
12. তুমি আমার সিদ্ধতায় আমাকে ধরে রেখেছ,এবং চিরতরে তোমার সাক্ষাতে স্থাপন করেছ।
13. মাবুদ, ইসরাইলের আল্লাহ্, ধন্য হোন,অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত। আমিন ও আমিন।