7. আমার বিদ্বেষীরা সকলে একত্র হয়ে আমার বিরুদ্ধে কানাকানি করে;তারা আমার বিপক্ষে অনিষ্ট কল্পনা করে।
8. তারা চিন্তা করে যে, কোন প্রকার মারাত্মক বিষয় আমাতে লেগেছে,আমি পড়ে আছি, আর উঠতে পারব না।’
9. আমার যে বন্ধু আমার বিশ্বাসের পাত্র ছিল, সে আমার রুটি খেত,সে আমার বিরুদ্ধে পাদমূল উঠিয়েছে।
10. হে মাবুদ, তুমি আমার প্রতি রহম কর,আমাকে উঠাও, যেন আমি ওদের প্রতিফল দিই।
11. আমি এতেই জানি যে তুমি আমাতে প্রীত,কেননা আমার দুশমন আমার জন্য আর জয়ধ্বনি করে না,