4. আমি বললাম, হে মাবুদ, আমাকে রহম কর, আমার প্রাণ সুস্থ কর,কেননা আমি তোমার বিরুদ্ধাচরণ করে গুনাহ্ করেছি।
5. আমার দুশমনেরা আমার বিরুদ্ধে হিংসার কথা বলে,‘সে কখন মরবে? কখন তার নাম মুছে যাবে?’
6. আর যদি কেউ আমাকে দেখতে আসে, তবে সে মিথ্যা কথা বলে;তার হৃদয় তার জন্য অধর্ম সঞ্চয় করে, সে বাইরে গিয়ে তা বলে বেড়ায়।