1. সুখী সেই জন, যে দীনহীনের প্রতি চিন্তাশীল;বিপদের দিনে মাবুদ তাকে নিস্তার করবেন।
2. মাবুদ তাকে রক্ষা করবেন, জীবিত রাখবেন,দেশে তাকে সুখী বলে ডাকা হবে;তুমি দুশমনদের ইচ্ছার হাতে তাকে তুলে দেবে না।
3. অসুস্থ হয়ে যখন বিছানায় পড়ে থাকলে মাবুদ তাকে ধরে রাখবেন;তার অসুস্থতার সময়ে তুমি তার সমস্ত বিছানা পরিবর্তন করেছ।
4. আমি বললাম, হে মাবুদ, আমাকে রহম কর, আমার প্রাণ সুস্থ কর,কেননা আমি তোমার বিরুদ্ধাচরণ করে গুনাহ্ করেছি।
5. আমার দুশমনেরা আমার বিরুদ্ধে হিংসার কথা বলে,‘সে কখন মরবে? কখন তার নাম মুছে যাবে?’
6. আর যদি কেউ আমাকে দেখতে আসে, তবে সে মিথ্যা কথা বলে;তার হৃদয় তার জন্য অধর্ম সঞ্চয় করে, সে বাইরে গিয়ে তা বলে বেড়ায়।
7. আমার বিদ্বেষীরা সকলে একত্র হয়ে আমার বিরুদ্ধে কানাকানি করে;তারা আমার বিপক্ষে অনিষ্ট কল্পনা করে।
8. তারা চিন্তা করে যে, কোন প্রকার মারাত্মক বিষয় আমাতে লেগেছে,আমি পড়ে আছি, আর উঠতে পারব না।’