7. তখন আমি বললাম, দেখ, আমি এসেছি;যেমন পাক-কিতাবে আমার বিষয় লেখা আছে।
8. হে আমার আল্লাহ্, তোমার অভীষ্ট সাধনে আমি প্রীত,আর তোমার শরীয়ত আমার অন্তরে আছে।
9. আমি মহাসমাজে ধর্মশীলতার মঙ্গলবার্তা তবলিগ করেছি;দেখ, আমার ওষ্ঠাধর রুদ্ধ করি না;হে মাবুদ, তুমি তা জান।
10. আমি তোমার ধর্মশীলতা নিজের হৃদয়মধ্যে সঙ্গোপন করি নি,তোমার বিশ্বস্ততা ও তোমার উদ্ধার তবলিগ করেছি;তোমার অটল মহব্বত ও বিশ্বস্ততা মহাসমাজ থেকে গুপ্ত রাখি নি।
11. হে মাবুদ, তুমিও আমা থেকে তোমার করুণা রুদ্ধ করো না;তোমার অটল মহব্বত ও তোমার বিশ্বস্ততা সতত আমাকে রক্ষা করুক।
12. কেননা অসংখ্য বিপদ আমাকে ঘিরে ধরেছে;আমার অপরাধগুলো আমাকে ধরেছে;আমি দেখতে পাচ্ছি না;আমার মাথার চুলের চেয়েও সেসব বেশি,আমার হৃদয়ে সাহস বলতে কিছু নেই।