জবুর শরীফ 40:15-17 কিতাবুল মোকাদ্দস (BACIB)

15. তারা নিজেদের লজ্জার দরুন স্তম্ভিত হোক,যারা আমাকে বলে, আহা! আহা!

16. যারা তোমার খোঁজ করে,তারা সকলে তোমাতে আমোদ ও আনন্দ করুক;যারা তোমার উদ্ধার ভালবাসে,তারা সতত বলুক, মাবুদ মহিমান্বিত হোন।

17. আমি দুঃখী ও দরিদ্র,প্রভুই আমার পক্ষে চিন্তা করেন;তুমি আমার সহায় ও আমার উদ্ধারকর্তা;হে আমার আল্লাহ্‌, বিলম্ব করো না।

জবুর শরীফ 40