জবুর শরীফ 40:1-3 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. আমি ধৈর্যসহ মাবুদের অপেক্ষা করছিলাম,তিনি আমার প্রতি মনোযোগ দিয়ে আমার আর্তনাদ শুনলেন।

2. তিনি বিনাশের গর্ত থেকে, পঙ্কময় ভূমি থেকে, আমাকে তুললেন,তিনি শৈলের উপরে আমার চরণ রাখলেন,আমার পদসঞ্চার দৃঢ় করলেন।

3. তিনি আমার মুখে নতুন গজল,আমাদের আল্লাহ্‌র প্রশংসা-গজল দিলেন;অনেকে তা দেখবে, ভয় পাবে,ও মাবুদের উপর ঈমান আনবে।

জবুর শরীফ 40