জবুর শরীফ 39:1-4 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. আমি বললাম, ‘আমি আমার পথে সাবধানে চলবো,যেন জিহ্বা দ্বারা গুনাহ্‌ না করি;যতদিন আমার সাক্ষাতে দুর্জন থাকে,আমি মুখে জাল্‌তি বেঁধে রাখব।’

2. আমি নীরবে বোবা হয়ে রইলাম,সৎ কথা বলা থেকেও বিরত থাকলাম,আর আমার ব্যথা বেড়ে গেল।

3. আমার অন্তর আমার ভেতরে তপ্ত হয়ে উঠলো;ভাবতে ভাবতে আগুন জ্বলে উঠলো;তারপর আমি কথা বললাম,

4. মাবুদ, আমার অন্তিমকাল আমাকে জানাও,আমার আয়ুর পরিমাণ কি, জানাও,আমি জানতে চাই, আমি কেমন ক্ষণিক।

জবুর শরীফ 39